‘রাবিশ’ কেন বলতেন, জানালেন সাবেক অর্থমন্ত্রী

ফানাম নিউজ
  ২৫ জানুয়ারি ২০২২, ২২:২১

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবাদ সম্মেলনে কিংবা কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ‘রাবিশ’ বলে গালি দিতেন। তবে সেই রাশিব শব্দ বিষয়ে মঙ্গলবার সাবেক অর্থমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমির মাঠে এক অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, যেটা রাবিশ সেটাকে রাবিশ বলা অভ্যাসে পরিণত হয়েছিল। সূত্র: আরটিভি

সাবেক এই অর্থমন্ত্রী বলেন, আমার পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠজনেরা আর রাবিশ না বলার জন্য বলেছেন। তারপরও অভ্যাস বলে কথা। যেটা রাবিশ সেটাকে রাবিশ বলেছি।

তিনি বলেন, আজকে জীবনের এমন একটা সময়ে কোনো উপদেশ দিতে চাই না। উপদেশ নিজে থেকে গ্রহণ করবেন। শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো মঙ্গলচিন্তা।

আবুল মাল আব্দুল মুহিত আরও বলেন, দেশের ও দশের মঙ্গলচিন্তা করতে হবে। সেই চিন্তা যদি করতে পারেন তাতে দেশের উপকার হবে, মানুষেরও উপকার হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম প্রমুখ।