শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক
  ০৮ নভেম্বর ২০২৪, ২২:৩১

শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শুক্রবার (৮ নভেম্বর) সভা চলাকালে আকস্মিকভাবে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে আক্রান্ত হন বেশ কয়েকজন নাট্যকর্মী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সমাবেশে নাট্যকার মামুনুর রশীদ বক্তব্য রাখার সময় কিছু লোক তার দিকে ডিম ছুড়ে মারেন বলে জানিয়েছেন নাট্যকর্মীরা। এ সময় নাট্যকর্মীরা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যান।

সমাবেশে হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার  ফেডারেশন।

এ সময় মামুনুর রশীদকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে প্রতিবাদ জানায় একটি পক্ষ। তারাও দীর্ঘ সময় শিল্পকলার সামনে বিক্ষোভ দেখায়। দু’পক্ষ মুখোমুখি অবস্থান করলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান মামুনুর রশীদ। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশের সব নাট্যকমী কালো ব্যাজ ধারণ করবে। সেই সঙ্গে আগামীকাল শনিবার সারাদেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনর কর্মীরা সব জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

গত ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালে কিছু ব্যক্তি নাটক বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। দর্শকদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ নাটকটি মাঝপথে বন্ধ করে দেয়। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।