শিরোনাম
দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। তারমধ্যে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন আরও বেশি উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে রাজধারনীতে সংক্রমণটি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীতে বর্তমানে করোনায় আক্রান্তের মধ্যে ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রনের উপস্থিতি রয়েছে। সূত্র: আরটিভি
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
এ সময় টিকার বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা কমিয়ে আনার সিদ্ধান্তের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে ৫০ বছর বয়সীরাও টিকার বুস্টার ডোজ পাবেন।
জাহিদ মালেক বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকা নিতে হবে। সরকার যে ১১ দফা গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। দেশের জন্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাইডলাইন মেনে চলুন।