গণপরিবহনে অর্ধেক যাত্রীর বিষয়ে সিদ্ধান্ত আসছে 

ফানাম নিউজ
  ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৬

গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গণপরিবহনে মাস্ক পরার বাধ্যতামূলক করার বিষয়ে জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস ও ওমিক্রনকে ঠেকাতে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মাস্ক ছাড়া যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানা করা হবে।

এছাড়া বাস ও অন্যান্য যানবাহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি।