টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় খাওয়া বন্ধ, যা বলছেন মালিকরা

ফানাম নিউজ
  ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

করোনা সংক্রমণ কমাতে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া বন্ধের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সূত্র: আরটিভি

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গতকাল সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যারা টিকা নিয়েছেন তারা হোটেল-রেস্তোরাঁয় খাবার খেতে পারবেন। আর যারা এখনো টিকা নেননি তারা হোটেল-রেস্তোরাঁয় বসে খেতে পারবেন না।

হোটেল-রেস্তোরাঁ মালিকদের লোকসানের আশঙ্কা করে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, যারা টিকা নেননি তারা হোটেল-রেস্তোরাঁয় খেতে পারবেন না। এই সিদ্ধান্তে মানুষ রেস্তোরাঁয় আসতে ভয় পাবেন। এতে আবারও ক্ষতির মুখে পড়বেন হোটেল-রেস্তোরাঁ মালিকরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় লকডাউনের চিন্তা না থাকলেও বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপের দিকে যাচ্ছে সরকার। সিদ্ধান্ত হয়েছে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার।