শিরোনাম
শনিবার (২ সেপ্টেম্বর) খুলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) একাংশ। বিকালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার উড়াল সড়কের উদ্বোধন করেন।
রবিবার থেকে এই উড়াল সড়ক ব্যবহার করে যানবাহনগুলো মাত্র ১০ মিনিটে রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যাতায়াত করতে পারবে।
জানা গেছে, প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং এইচএসআইএ থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যানবাহনের সময় লাগবে ১০ মিনিট।
১১.৫ কিমি মেইনলাইন এবং ১১ কিমি র্যাম্পসহ, অংশটির দৈর্ঘ্য হবে ২২.৫ কিমি। প্রাথমিকভাবে এই অংশের ১৫টির মধ্যে ১৩টি র্যাম্প খোলা হবে। বনানী ও মহাখালীর র্যাম্প নির্মাণ শেষ হলেই খুলে দেয়া হবে।
উড়ালসড়কের কোনো কোনো কোনো স্থান দিয়ে ওঠানামা করা যাবে, তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সেতু বিভাগ।
তালিকা অনুসারে, উত্তর দিক থেকে কাওলা, প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবের সামনে-এই তিন জায়গা দিয়ে উড়ালসড়কে ওঠা যাবে। নামার স্থানগুলো হচ্ছে-বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী বাস টার্মিনালের সামনে, ফার্মগেটে ইন্দিরা রোডের পাশে।
দক্ষিণ দিক থেকে ওঠা যাবে বিজয় সরণি উড়ালসড়কের উত্তর ও দক্ষিণ লেন দিয়ে এবং বনানী রেলস্টেশনের সামনে থেকে। দক্ষিণ দিক থেকে উঠে নামা যাবে মহাখালী বাস টার্মিনালের সামনে, বনানী কামাল আতাতুর্ক সড়কের সামনে বিমানবন্দর সড়কে, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।
এদিকে গত ২০ আগস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য টোল নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সেতু বিভাগ থেকে টোল নির্ধারণের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। সে অনুযায়ী এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে টোল নির্ধারণ করেছে সেতু বিভাগ।
প্রথম ক্যাটাগরিতে রয়েছে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, ১৬ বা তার কম সিটের মাইক্রোবাস এবং তিন টনের কম হালকা ট্রাক। এসব যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।
দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে-ছয় চাকা পর্যন্ত মাঝারি আকারের ট্রাক, যেগুলোকে টোল দিতে হবে ৩২০ টাকা। তৃতীয় ক্যাটাগরিতে ছয় চাকার বেশি বড় আকারের ট্রাকের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর চতুর্থ ক্যাটাগরিতে রয়েছে ১৬ বা তার বেশি সিটের সব ধরনের বাস, যেগুলোকে টোল দিতে হবে ১৬০ টাকা।