শিরোনাম
সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে মহাকাশযান চন্দ্রযান-৩ অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় আরও জানান, এ ঐতিহাসিক অর্জনে বাংলাদেশও ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।