আখাউড়া-লাকসাম ডাবললাইন রেলপথের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফানাম নিউজ
  ২১ জুলাই ২০২৩, ০১:২৮

আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবললাইন রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি আখাউড়া-লাকসাম রেল সেকশনের ডাবললাইন প্রকল্পটি উদ্বোধন করেন তিনি।

এসময় লাকসাম রেলওয়ে জংশন প্রান্ত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এ অনুষ্ঠানে অংশ নেন।

জানা যায়, আখাউড়া-লাকসাম অংশ ডাবল লাইনে উন্নতি করতে ২০১৪ সালে ৬ হাজার ৫০৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছিল সরকার।

এরআগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ১২৪ কিলোমিটার ব্রিটিশ আমলে ডাবললাইনে উন্নীত হয়। লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার ডাবল লাইন হয় ২০১৫ সালের এপ্রিলে এবং পরের বছরে ফেব্রুয়ারিতে টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার ডাবল লাইন চালু করা হয়।

৭২ কিলোমিটার দীর্ঘ আখাউড়া-লাকসাম সেকশন ডুয়েলগেজ ডাবললাইন উন্নতিকরণ উদ্বোধনের মধ্যদিয়ে পূর্বাঞ্চল রেলের ঢাকা-চট্টগ্রাম রেলপথটির ৩২১ কিলোমিটার পুরোটাই এখন ডাবল লাইন।

এতে করে ক্রসিংয়ের জন্য আর থামাতে হবে না ট্রেন। কমবে দুঘর্টনা, হবে না সিডিউল বিপর্যয়।

লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের জানান, রেলওয়ের এ উন্নয়নের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় বিশাল জনগোষ্ঠী সুফল ভোগ করবে। পূর্বের ঐতিহ্য ফিরে পাবে রেলওয়ে।

লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পের প্রকল্প পরিচালক সুবক্তগীন জানান, ৭২ কিলোমিটার দীর্ঘ আখাউড়া-লাকসাম সেকশন ডুয়েলগেজে পুরো সেকশনে উভয় লাইনে ট্রেন চলতে পারবে।

সব স্টেশন এবং সেতুর কাজও সম্পন্ন হয়েছে। ফিনিশিংয়ের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো উদ্বোধনের পর করা হবে। এসব কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হবে না।