শিরোনাম
পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ এর উচ্চপর্যায়ের কমিটি- ছেলারী
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচন ভবনে ইইউ এর সঙ্গে এক বৈঠকের পরে এ মন্তব্য করেন তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, ইইউ আমাদের কাছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিল, আমরা তাদের বলেছি এ কমিশন আসার পরে যতগুলো নির্বাচন করেছে সবগুলো সুষ্ঠু হয়েছে। তারা আমাদের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা আমাদের টেকনিক্যাল কিছু বিষয়ে জানতে আগামী ১৮ ও ১৯ জুলাই আবার আসবেন বলে জানিয়েছেন। তারা কিছু টেকনিক্যাল বিষয় জানতে চান। আমরা তাদের নির্বাচনের টেকনিক্যাল বিষয় জানাতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের টেকনিক্যাল বিশেষজ্ঞের সঙ্গে তারা বসবেন।
তারা বলেছে, পর্যবেক্ষক পাঠাতে কবে নাগাদ আবেদন করতে হবে? আমরা বলেছি আগামী সেপ্টেম্বরের মধ্যে আবেদন পাঠালে ভালো হবে।
এর আগে ঘন্টাব্যাপী ইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো ছেলারী বলেন, আমরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করলাম। তাদের প্রস্তুতি দেখে আমরা সন্তুষ্ট। তবে আগামী সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা ইইউ এর উচ্চ পর্যায়ের কমিটি নির্ধারণ করবে।
বাংলাদেশে সরকার তাদের সব ধরনের সহযোগিতা করছে এবং ইসিও সব রকমের সহযোগিতা করায় তারা সন্তুষ্ট বলেও জানান রিকার্ডো ছেলারী।