শিরোনাম
দেশে স্থিতিশীলতা আছে বলেই উন্নতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) খুলনা,বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে সন্ত্রাসী তান্ডবই ছিল বিএনপি-জামায়াতের একমাত্র কাজ।
এর আগে গাজীপুর, বরিশাল ও খুলনা সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।
শপথ নেয়া তিন মেয়র হলেন- গাজীপুরে জায়েদা খাতুন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং খুলনায় তালুকদার আবদুল খালেক।
এদিকে এই তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।