নিজের জন্য নয় মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ০১ জুলাই ২০২৩, ২৩:২১

নিজের জন্য নয় মানুষের ভাগ্য গড়তে এসেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) ‍দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।

সরকারপ্রধান আরও বলেন, কিছু মানুষ দেশের ভালো দেখতে পারেনা তারা চোখ থাকতে অন্ধ। যারা উন্নয়ন চায়না তাদের প্রতি চ্যালেঞ্জ, মানুষের ভাগ্য উন্নয়ন করবোই।

এসময় আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোটালীপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি দুটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।