৮ বিভাগে অব্যাহত থাকতে পারে বৃষ্টি

ফানাম নিউজ
  ২১ জুন ২০২৩, ০১:৫৫

দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। কোথাও হচ্ছে দীর্ঘ সময় ধরে বিস্তৃত পরিসরে, কোথাও হচ্ছে স্বল্প পরিসরে। বৃষ্টির এই প্রবণতা মঙ্গলবার সারা দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মেঘ-বৃষ্টি থাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। অর্থাৎ দেশের কোথাও তাপপ্রবাহ নেই। তবে তাপমাত্রা খুব বেশি না থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম রয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মূলত সিলেটে গত কিছুদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। সেখানে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চল (ঢাকা বিভাগ) ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা বিভাগ) বৃষ্টি কম ছিল। এ সময়ে ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদুপুর ও গোপালগঞ্জে কোন বৃষ্টি হয়নি।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।