শিরোনাম
আমার প্রেম থাকে দেয়ালের ওপাশে,
তবুও সে মিশে রয় আমার গভীর নিঃশ্বাসে।
আমার প্রেম আর আমার মাঝে এক দেয়াল দূরত্ব,
এখানে কোন অধিকারচর্চা নেই,
নেই কোন প্রেমের আধিপত্য!
দেয়ালের ওপাশে সে গভীর নিদ্রায়,
ডুবে যায় আমিহীন একাগ্রচিত্তে,
সে আদৌ জানে নাকি জানেনা
তবুও কী গভীর ভাবে রয়ে যায় সে, আমার বুকের ভেতরের বৃত্তে!
তোমাদের জানা গল্পের অন্তরালে
অজানা গল্পেরা লুকিয়ে রয়,
অলক্ষ্যে বোবা ক্রন্দনে,
দেয়ালের ওপাশে প্রেম আমার গভীর নিদ্রায়;
তবুও হৃদয় দেয়াল ভেদ করে চলে যায়
প্রেমের স্পর্শের সন্ধানে।
যেখানে প্রেম নেই; যা কিছু সব নিষ্প্রদীপ
দেয়ালের ওপাশেই যেনো আমার প্রেমের সমাহিত দ্বীপ!
তাতেই আমার যতো অভিনিবেশ,
প্রাণের স্পন্দন আমার!
তোমাতেই আমি শুরু আর শুধু তোমাতেই শেষ।