রিকশাচালকরাও সরু চাল খেতে চায় : খাদ্যমন্ত্রী 

ফানাম নিউজ
  ১৯ জানুয়ারি ২০২২, ১৭:০৭

দেশের মানুষ সরু চালের দিকে ঝুঁকছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রিকশাচালকও সরু চাল খেতে চায়। সরু চালের ওপর চাপ পড়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, অনেক কোম্পানি সরু চাল কিনে প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি করে। সরু চাল শুল্কমুক্ত আমদানি করতে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গরু মোটাতাজাকরণেও অনেক মোটা চাল লাগে। চালের উৎপাদন যেমন বেড়েছে, চাহিদাও তেমন বেড়েছে।

সরকারিভাবে মোটা চাল ৩০ টাকা কেজি বিক্রি করা হলেও সরকারের খরচ হয় ৩৭ টাকা বলেও জানান মন্ত্রী।