বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

ফানাম নিউজ
  ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৬

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূূত্র: আরটিভি

বুধবার (১৯ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠিতে তাদেরকে তলব করা হয়েছে।

ওই চার কর্মকর্তা হলেন- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, এ.বি.এম মোবারক হোসেন, উপপরিচালক মো. হামিদুল আলম ও সহকারী পরিচালক মো. কাদের আলী।

চিঠিতে তাদেরকে আগামী সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।

প্রসঙ্গত, পি কে হালদারের বিরুদ্ধে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৮৩ ব্যক্তির প্রায় তিন হাজার কোটি টাকার সম্পদ ফ্রিজ করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৫২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।