শিরোনাম
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫৫০। সূত্র: আরটিভি
দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করছে না।
যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছে না। করোনায় মৃত তিনজনই চট্টগ্রাম মহানগরী এলাকার। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৫৯৭ জন ও বিভিন্ন উপজেলার ১৪৫ জন রয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩৩৮ জন করোনাই মারা গেছেন। আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।