রাতেও ফ্লাইট চালু হচ্ছে কক্সবাজারে

ফানাম নিউজ
  ১৪ জানুয়ারি ২০২২, ১৮:২৮

কক্সবাজারে ফ্লাইটের জন্য অপেক্ষায় দিন শেষ হচ্ছে। কারণ আগামী ফেব্রুয়ারিতে দিনে-রাতে বিমানে কক্সবাজার যেতে পারবেন যাত্রীরা। সমুদ্র সৈকতে সারাদিন কাটিয়ে রাতে ফেরা যাবে উড়োজাহাজে। এতে চাকরিজীবী, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে। সূত্র: আরটিভি

কক্সবাজার বিমানবন্দরের সংস্কার কাজ শেষ হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, কক্সবাজার বিমানবন্দরের সংস্কার কাজ শেষ হলে বিমানবন্দরটি আন্তর্জাতিক মান উন্নীত হবে। এতে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে।

সিভিল এভিয়েশনের প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, করোনা মহামারির কারণে বিদেশি টেকনিক্যাল পরিদর্শকরা আসতে পারছেন না। এতে রাতে ফ্লাইট চলাচল পিছিয়েছে। ফেব্রুয়ারিতেই রাতে ফ্লাইট চলাচল করবে।