শিরোনাম
রাজধানীর উত্তর বাড্ডার ভাওয়ালিয়া পাড়া এলাকায় রোদ পোহাতে গিয়ে ছাদ থেকে পড়ে সুবর্ণা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সূত্র: আরটিভি
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুবর্ণা বেগমের ছেলে আলামিন বলেন, ভবনের নির্মাণকাজ চলছে। মা দোতলার ছাদে কাপড় শুকাতে এবং রোদ পোহাতে যায়। নির্মাণকাজ চলায় ছাদে এখনও রেলিং দেওয়া হয়নি। আজ দুপুরে মা রোদ পোহাতে গেলে অসাবধানতার কারণে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান মা আর নেই।
তিনি আরও বলেন, আমার বাবা হজরত আলী আকন্দ ২ বছর আগে মারা গেছেন। আমরা দুই বোন, এক ভাই। উত্তর বাড্ডার ৩২৪ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বিক্রমপুর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।