শিরোনাম
গাজীপুরের টঙ্গীর শাহ মাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সূত্র: আরটিভি
সোমবার (১০ জানুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত ৬শ’ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন সোসাটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা ও মো. আতিকুল হক শামীম।
কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতি পরিবারের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৫ লিটার তেল এবং ২ কেজি করে ডাল, চিনি, লবণ ও সুজি।
ত্রাণ বিতরণকালে রাজিয়া সুলতানা লুনা বলেন, মানবতা যেখানে হুমকির মুখে, সেখানেই সহযোগিতার হাত বাড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
অন্যদিকে মো. আতিকুল হক শামীম বলেন, গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের জরিপ অনুযায়ী আগুনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, গাজীপুর ইউনিটের সভাপতি মো. আতাউল্যাহ মণ্ডলসহ সোসাইটির বিভিন্ন বিভাগ ও গাজীপুর ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত বছর ২৭ নভেম্বর গাজীপুরের টঙ্গীর শাহমাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২শ’ ঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বস্তির ৬শ’ পরিবার।