শিরোনাম
চাঁদপুরের হাইমচর উপজেলায় নির্বাচনী সহিংসতায় মিজান গাজী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সূত্র: আরটিভি
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৫ জানুয়ারি) উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নে জামিয়া ফাজিল মাদরাসায় নির্বাচনী সহিংসতায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, নির্বাচনের দিন বিকেলে মেম্বার প্রার্থী মিন্টু কবিরাজের নেতৃত্বে তার সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অপরপক্ষের ওপর হামলা চালায়। এ সময় মিজান গাজীকে মারধর ও ইটপাটকেল দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন স্বজনরা।
২নং ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার মো. মিন্টু কবিরাজ বলেন, ভোটের দিন কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। আমি ভোট কেন্দ্রের ভেতরে ছিলাম। হামলায় মিজান গাজি আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আজ শুক্রবার তার মৃত্যুর খবর শুনেছি।
হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নির্বাচনের দিন দুই পক্ষের সংঘর্ষকালে মিজান গাজীর তলপেটে ঢিল পড়ে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কচুয়ার ১ নম্বর সাচার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে প্রাণ হারান শরিফুল ইসলাম এবং হাইমচরের নীলকমল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হন। নিহত মীর হোসেন শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের ইরফান বেপারীর ছেলে ও পালং বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।