শিরোনাম
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের শোডাউনে গিয়ে নওগাঁর সাপাহারে ভটভটি উল্টে সেতাবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও তিনজন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সূত্র: আরটিভি
নিহত সেতাবুর উপজেলার বলদিয়াঘাট গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার ৫নং পাতাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টারের শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউনের গাড়িবহর ইউনিয়নের জলশুকা-পাতাড়ীর মধ্যস্থলে পৌঁছালে চলন্ত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আটজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিয়ে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টারের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের ডা. আরিফুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। আর আহত সাত জনের মধ্যে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৩জন। তারা হলেন- পাতারি ইউনিয়নের বুলদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৪৫), আইনাল হকের ছেলে শরিকুল ইসলাম (২৫) এবং জামাল হোসেনের ছেলে ইয়াকুব হোসেন (১৪)।
এছাড়া রাজশাহীতে রেফার্ড করা হয়েছে চার জনকে। তারা হলেন- পাতারি ইউনিয়নের বুলদিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. বাবলা (১৪), হেফজুল হোসেনের ছেলে বাছির আলী (১৩), ফরাস উদ্দিন ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং জবই গ্রামের আকবর আলীর ছেলে ভটভটি চালক ডলার হোসেন (২৬)
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি শোডাউনের সময় ভটভটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় আট জন আহত হন। উপজেলা হাসপাতালে নেয়া হলে এক জন মারা যান। আহত সাত জনের মধ্যে চার জনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। আর বাকিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।