‘আমি আর লাশ চাই না’

ফানাম নিউজ
  ০২ জানুয়ারি ২০২২, ১৬:০৯

ইভিএমে একজনের ভোট আরেকজনের দেওয়ার সুযোগ রয়েছে। সেই পথটা হলো, ব্যালট ইস্যুর পর ভোটারকে বাঁধা দিয়ে আরেকজন যদি টিপ দিয়ে দেয়। তবে এমন কেউ করলে প্রমাণসহ আমাদের কাছে জানালে সেই কেন্দ্র প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রোববার (২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরশনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইভিএমে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় পড়ে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, সবচেয়ে ভালো এক্সপার্ট নিয়ে আসেন। যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে কথা দিচ্ছি ১৬ জানুয়ারি ইভিএম ব্যবহার করবো না।

রফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আমি বারবার একই কথা বলছি। আমি অনেক লাশ দেখেছি। আর লাশ দেখতে চাই না। যদি কোন প্রার্থী এ অবস্থার সৃষ্টি করেন হয়তো আপনাদের মা-বাবা যে কষ্ট পাবে আমি সেরকম কষ্ট পাবো।