অবরোধ কেবল ঘোষণাতেই, সড়কে প্রভাব নেই

ফানাম নিউজ
  ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০১

সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী বিএনপি ও সমমনাদের ডাকা ৯ম দফার অবরোধ চলছে। যা শেষ হবে আগামী মঙ্গলবার সকালে। তবে রাজধানী ঢাকায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। ঢাকায় অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও এলাকায় অন্যদিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। কোনো পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। এদিন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে সতর্ক পাহারায় দেখা যায়নি।

রাজধানীর কালশী, মিরপুর ১২ এলাকায় কয়েকজন গাড়িচালক ও চালকের সহকারী জানান, সকাল থেকেই স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছেন তারা। কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিল না যাত্রীরও। অন্য দিনের মতোই খোলা রয়েছে দোকান-পাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অফিসগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সড়কে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সংখ্যাও আজ চোখে পড়ার মতো।

বাসচালক শাহিন মিয়া বলেন, ‘অবরোধ-হরতাল শুরুর প্রথম কয়েকদিন সকালে বাস বন্ধ থাকতো। এখন কেউ জানেও না, মানেও না। যাত্রীরা উঠতেছে-নামতেছে। সিগন্যালে জ্যামে পড়ছে, সব মোটামুটি স্বাভাবিক।’

একই কথা জানান কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকও। সড়কে মোটরযানের পাশপাশি রয়েছে রিকশাও।

তবে, অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা গেছে।

একটি আইটি ফার্মে কাজ করেন পূরবী এলাকার রাহাত। তার অফিস জিগাতলা। গণমাধ্যমকে রাহাত বলেন, ‘এখন আর বাস পেতে বেগ পেতে হয় না। এই ধরনের কর্মসূচি কেবল এখন ঘোষণায় সীমাবদ্ধ হয়ে গেছে। আগে ভয় বা আতঙ্ক থাকলেও এখন সেটা কেটে গেছে। যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।’

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এ পর্যন্ত শেষ হওয়া আট দফা অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হয়েছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি ছিল না।

সবশেষ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৯ম দফা অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যা আজ সকাল থেকে শুরু হয়েছে।