ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:১২

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এ দাবিতে আজ শনিবার নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, রোমসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলে। কাল রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে এ হামলার বছরপূর্তি হবে। দিনটি সামনে রেখে ইউরোপ ও আমেরিকার অনেক শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিমান ও স্থল হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে। এপি বলছে, গাজা যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হবে। বিক্ষোভ আকার নেবে আগামীকাল সোমবার।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভে কারও কারও হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। বিলবাও, স্পেন, ৫ অক্টোবর

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভে কারও কারও হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। বিলবাও, স্পেন, ৫ অক্টোবর

ছবি: রয়টার্স

আজ লন্ডনের রাসেল স্কয়ারে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। এ সময় সেখানে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। লন্ডন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটানোয় ১৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ ইতালির রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ থেকে অনেক বিক্ষোভকারীকে ‘ফিলিস্তিনকে মুক্ত করো, ‘লেবাননকে মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়।

ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে আজ জার্মানির উত্তরাঞ্চলীয় হার্মবুর্গ শহরে প্রায় ৯৫০ জনকে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভে অনেকের হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড। বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত, ৫ অক্টোবর

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভে অনেকের হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড। বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত, ৫ অক্টোবর

ছবি: এফপি

প্যারিসের রিপাবলিক প্লাজা এলাকায় আজ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সংহতি জানাতে আয়োজিত এ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এ সময় অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনের পতাকা হাতে ‘হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে মধ্যপ্রাচ্যে হত্যাযজ্ঞ ও সংঘাত বন্ধের দাবিতে আজ বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কের টাইমস স্কয়ার ছাড়াও দেশটির আরও বেশ কয়েকটি শহরে।

ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সংহতি জানিয়ে শনিবার বিক্ষোভ হয়েছে স্পেন ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশে। গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।