শিরোনাম
রাজধানীর সাভারের মো. তানিম নামের এক পোশাককর্মীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান আজ বুধবার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাকিলা জিয়াসমিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন সোহেল রানা, ফরহাদ হোসেন, আশিকুর রহমান ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল পলাতক। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।
এপিপি শাকিলা জিয়াসমিন বলেন, প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৫ এপ্রিল সাভারের বিরুলিয়ার জঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পরে পুলিশের তদন্তে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। নাম মো. তানিম। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন। এ ঘটনায় তানিমের পরিবার ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে খুনের মামলা করেন। ওই মামলায় তদন্ত শেষে তানিমকে খুনের দায়ে সোহেল রানাসহ চারজনকে দায়ী করে ২০১৮ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই অভিযোগপত্র আমলে নিয়ে ওই বছরের ৫ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ৩০ সাক্ষীর মধ্যে ১৬ জনকে আদালতে হাজির করা হয়।
এপিপি শাকিলা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ৬০ হাজার টাকা ধার নেন তানিমের কাছ থেকে। পরে ধারের টাকা নেওয়ার জন্য সোহেলের বাসায় যান তানিম। তবে সোহেল টাকা না দিয়ে তানিমকে হত্যা করে তাঁর মরদেহ বিরুলিয়ার জঙ্গলে ফেলে আসে।
সূত্র: প্রথম আলো