হিলিতে আবারও হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

ফানাম নিউজ
  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে গত পাঁচ দিন ধরে বেড়েছে তাপমাত্রা। মধ্যরাত থেকে হালকা কুয়াশার দেখা মিললেও সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। সূর্যের তাপও রয়েছে বেশি। এ কারণে দিনে শীতের প্রকোপ অনেকটাই কম। একই সঙ্গে কাজে ফিরেছেন সব শ্রেণির মানুষ।

বাসচালক আব্দুর রহিম জানান, গত সপ্তাহের প্রচুর পরিমাণ ঘন-কুয়াশা ছিল। যার জন্য গাড়ি চালাতে অনেক কষ্ট হয়েছে। এখন কুয়াশা তেমন নেই। সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। এ কারণে সড়কে দুর্ঘটনাও কম।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী কয়েকদিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই (২০ বা ২১ ফেব্রুয়ারি) আবারও দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: আরটিভি