চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২৭৭ জন

ফানাম নিউজ
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিনও করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ২১৭ জন।

তথ্যমতে, চট্টগ্রামের ১৫টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৮৫ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতকানিয়ায় ৫, বাঁশখালীতে ৮, আনোয়ারায় ২, চন্দনাইশে ৯, পটিয়া ৭, বোয়ালখালীতে ৯, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ১১, ফটিকছড়িতে ১১, হাটহাজারীতে ১১, সীতাকুণ্ডে ৪ ও মিরসরাইয়ে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন লোহাগাড়া, কর্ণফুলী ও সন্দ্বীপ উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৮১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৭৯৬ জন। বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ২৩ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।