শিরোনাম
আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল দলটির হাইকমান্ড। সেজন্য সাম্প্রতিক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলটি কাউকে মনোনয়ন দেয়নি। তবে আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠেয় একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নিচ্ছেন দলটির এক প্রার্থী।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোশারফ হোসেন মুশু। তিনি বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজিব আহসান-আকরামুল হাসানের কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন মুশু রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে বলেন, ‘এটা ২০২০ সালের নির্বাচন (বৃহস্পতিবার হবে)। ওই সময় দলের সিদ্ধান্ত ছিল নির্বাচনে যাওয়ার, সেই সময় প্রতীক দেওয়া হয়েছে। একটা মামলার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছিল। এখন স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটে সেখানে ধানের শীষ প্রতীকও থাকবে।।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২০ সালের এই নির্বাচনের অনেক পর হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে—বিএনপি এই অবৈধ আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের অনুগত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না। যেহেতু এটা আগের নির্বাচন, যেটা মামলার কারণে আটকে ছিল এতদিন। এখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই।’
আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীন কোনো স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে। ভয়াবহ এ পরিস্থিতি বিবেচনায় আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আর কাউকে মনোনয়ন দেবো না।’
ফখরুলের ওই ঘোষণার পর আর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি এবং কেউ ধানের শীষ প্রতীকে ভোটে অংশও নেননি। তবে অনেক জায়গায় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথক পৃথক প্রতীকে ভোটে অংশ নিয়েছেন এবং অনেকে জিতেও এসেছেন।
এ সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের পরও ধানের শীষ প্রতীকের প্রার্থীর অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বিষয়টা আমি শুনেছি, আমাদের দলের মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন মুশু, আমাকে তিনি নিজে কল করে বিষয়টি জানিয়েছেন। আমি দপ্তরে ফোন করেছিলাম, আরও দু-এক জায়গায় কথা বলছি। এ বিষয়ে আগামীকাল নেতারা সিদ্ধান্ত দেবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন তো আর কোনো নির্বাচন হয় না। এই সরকার এবং কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া উচিত নয়। আমি বিষয়টা জানি না, দেখি খোঁজখবর নিয়ে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘বিষয়টি জানেন না’ বলে দাবি করেন।
সূত্র: জাগো নিউজ