ইভিএম মেশিনে ত্রুটি, এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

ফানাম নিউজ
  ৩১ জানুয়ারি ২০২২, ১২:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কিন্তু সকাল ৯টার দিকে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল উচ্চ বিদ্যালয় ও নবীনগরের শিবপুর ইউনিয়নের বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিনে ত্রুটি থাকায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ।

বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল রানা জানান, সকালে কয়েকটি ভোট নেওয়ার পর ৯নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শিমরাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৌরদীপ মজুমদার জানান, আমার কেন্দ্রের ৯টি বুথের মধ্যে ৮টি ভালো আছে। ৬নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় তা ঠিক করার পর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

সূত্র: জাগো নিউজ