শাবিপ্রবির টিলায় আগুন: আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা

ফানাম নিউজ
  ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের চারটি টিলায় পর পর অগ্নিকাণ্ডের ঘটনাকে ‌চলমান আন্দোলনের পরিস্থিতিকে ‘ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে টিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত এ প্রাণ-প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এ জঘন্য কাজে জড়িত সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ক্যাম্পাসের বিস্তীর্ণ টিলায় এলাকায় দফায় দফায় আগুন লাগা বর্তমান ক্যাম্পাসে চলমান আন্দোলনের পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা বলে প্রতিয়মান হচ্ছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চার টিলায় দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, শহীদ মিনার সংলগ্ন এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন মোট চারটি টিলায় আগুন লাগানো হয়েছে। এতে টিলায় লাগানো বেশ কিছু গাছের চারা পুড়ে গেছে। তবে বেশি ছড়ানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, ২৯ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দিয়েছে। একদিকে আগুন নেভানোর পর অন্যদিকে ফের আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন লাগানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে।