শিবপুরে ছেলে ও নাতির পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

ফানাম নিউজ
  ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৯

নরসিংদীর শিবপুরে ছেলে ও নাতির পিটুনিতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাজধানীর একটি হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত জোহর আলী ভূঁইয়া (৯০) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বেতাগিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন-বৃদ্ধের ছেলে জসিম মিয়া (৫০) ও নাতি মো. নাহিদ মিয়া (২৫)।

জানা যায়, বৃদ্ধ জোহর আলীর চুল বড় রাখা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে গত শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে তার ছেলে ও নাতির সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাহিদ তার দাদাকে কাঠের চেয়ার দিয়ে তলপেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা পর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

তবে এলাকাবাসী ও স্বজনদের অনেকে অভিযোগ করে বলেন, দাদাকে পেটানোর সময় নাহিদকে তার বাবা জসিম সাহায্য করেছে।

এ বিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বৃদ্ধ জোহর আলী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে ছেলে ও নাতির আঘাতে গুরুতর আহত হন। পরে আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: জাগো নিউজ