তীব্র শীতে কাঁপছে হিলি

ফানাম নিউজ
  ২৭ জানুয়ারি ২০২২, ১১:১৮

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা ও বেড়েছে শীত। রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীত যেন জেঁকে বসেছে। এ কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে থাকলেও সাড়ে ৮টার পর কুয়াশা কেটে যায়।

স্থানীয় শ্রমিক মতিবুল জানান, আমরা গরিব মানুষ। কাজ না করলে ভাত জোটে না। অন্য দিকে সাপ্তাহিক কিস্তি রয়েছে। শীত হোক আর গরম হোক আমাদের কাজ করতেই হয়। আজ শীত বেশি তবুও মাঠে বোরো ধানের জমিতে কাজ করতে এসেছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮২ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি.মি.। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৭ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।