শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর রেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) পৌরসভার অর্থায়নে ঘটনাস্থল আলীনগর-হাজীর মোড় ও গণকা-বিদিরপুর মোড়ের রেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়।
এর আগে সোমবার (২৪ জানুয়ারি) আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রেল ক্রসিংয়ে রাস্তার উভয় পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে পৌরসভার দুইজন লোক ট্রেন আসা-যাওয়ার সময় ওই গেট নিয়ন্ত্রণ করবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ জানান, সোমবার এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হন। তাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে হাজির মোড় ও বিদিরপুর মোড়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখানে পৌরসভার আনসার সদস্যরা পালাক্রমে ডিউটি করবে।