চট্টগ্রামে একদিনে শনাক্ত ১০২৬, হার ৩৮.৬৪

ফানাম নিউজ
  ২৩ জানুয়ারি ২০২২, ১১:১৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১১ হাজার ১২৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪৩ জনে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরের ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৭ জন, শেভরন হাসপাতাল ১২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২৯০ জন ও ল্যাব এইড হাসপাতাল ল্যাবে চারজনের জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।