শিরোনাম
দিনাজপুরের হিলিতে গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করলে আজ শনিবার ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ।
শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোন সূর্যের দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে চলছে সকল প্রকার যানবাহন।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার (২২ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
তিনি আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।