নওগাঁয় শীতে জবুথবু জনজীবন

ফানাম নিউজ
  ২০ জানুয়ারি ২০২২, ১২:৫৫

দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় গত তিন দিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশা পড়ছে।

এ জেলার খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। জেলার সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

নওগাঁর বদলগাছীর স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা নওগাঁর সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

অন্যদিকে গেল কয়েকদিন দিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হতে দেখা গেছে শিশু ও বয়স্কদের। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

সূত্র: আরটিভি