শিরোনাম
আরাকান স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গত রোববার শাহ আলীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের উখিয়া থানায় করা মামলার এজাহারে এ তথ্য উল্লেখ করেছে পুলিশ।
এদিকে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় এখন সবচেয়ে বড় হুমকি মনে করা হয় আরসাকে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যাবাসনপন্থী নেতা মুহিবুল্লাহসহ গত বছরের অক্টোবরে সংঘটিত ছয় খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আতাউল্লাহর বিরুদ্ধে। শাহ আলীর সঙ্গে আরসা প্রধানের রয়েছে নিয়মিত যোগাযোগ। ক্যাম্পে ও মিয়ানমারে শাহ আলীর রয়েছে আসা-যাওয়া। একই সঙ্গে ক্যাম্পে অবস্থান করে তার নানা অপরাধে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, টাকা বিনিময়ে রোহিঙ্গারা দালালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এটি আমাদের দেশের জন্য কখনো ভালো নয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী জানান, এই বিষয়টি আমার জানা নেই। তবে কীভাবে এই কাজটি হলো তা বের করার চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আরটিভি