শিরোনাম
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনসহ তিন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন একজন। ৪ মাস ১০ দিন পর চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্ত আবার ২০০ ছাড়াল।
মোহাম্মদ খাইরুল আমীন বলেন, জেলা ও দায়রা জজের পরিবারের সব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মাইন উদ্দিন এবং দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ শতাংশ। ওই সময়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৮৭ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২০ জন রয়েছেন। মৃত ব্যক্তি নগরের বাসিন্দা।
সর্বশেষ গত ৩১ আগস্ট এক দিনে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই দিন মারা গিয়েছিলেন দুজন।
স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, এখন প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। শনাক্তের পাশাপাশি পরীক্ষা করার জন্য ভিড়ও বেড়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩৫ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৪১০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
সূত্র: প্রথম আলো