শিরোনাম
সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম। তিনি ঐ উপজেলার তালম ইউনিয়নের সংরক্ষিত মেম্বার পদে বিজয়ী হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়।
তিনি জানান, বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এর মধ্যে তালম ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন করে বিজয়ী হন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম। তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে তিনি ২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।
বিজয়ী কাজলী খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়ে আমরা খুশি। আমাদের অধিকার আদায়েই এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তালম ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করব।
কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলমের আগে আরো তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আখতার পিংকী। কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের সংরক্ষিত মেম্বার শম্পা খাতুন পপি।