দৌলতদিয়ায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ফানাম নিউজ
  ৩০ ডিসেম্বর ২০২১, ২০:১৫

দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় যাত্রীবাহী বাসসহ চার শতাধিক যানবাহন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কে যানবাহনগুলো আটকা পড়ে।

এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী-চালকসহ সহযোগীরা। ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করে পণ্যবাহী ট্রাকের পচনশীল পণ্য নষ্ট হচ্ছে।

মো. বাচ্চু মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সন্ধ‌্যার পর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত বাস-ট্রাকের লম্বা লাইন দেখা গেছে। ফেরির অপেক্ষায় বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকে। এসময় যাত্রীরা টয়লেট ও খাবার সমস‌্যায় পড়েন।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ায় যানবাহনের চাপ নেই। বাস-ট্রাক মিলে প্রায় আড়াইশর মতো যানবাহন লাইনে আছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় ১৬টি ফেরি চলাচল করছে। দ্রুত এগুলো পারাপার হয়ে যাবে।

সূত্র: জাগো নিউজ