ট্রেনে লরির ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ফানাম নিউজ
  ২৯ ডিসেম্বর ২০২১, ১০:২২

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে লরির ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথা ট্রেনের সঙ্গে ওই লরির ধাক্কা লাগে। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় রেলের সদ্য আমদানিকৃত নতুন লোকোমোটিভ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বারবকুণ্ড রেলক্রসিংয়ে একটি লরির ধাক্কা লাগে। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ে রেললাইন সচল করতে কাজ করছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।