উলিপুরে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, পুলিশের গুলিতে আহত ৬

ফানাম নিউজ
  ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৩৯

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের উলিপুরে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মাহমুদ হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এবং রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত প্রিজাইডিং অফিসার রতন কুমার পালকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

এদিকে পুলিশের রাবার বুলেটে আহত ছয়জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- আমজাদ আলী (৫৫), দুলু মিয়া (৪৫), মেহের আলী (৫০), মশিউর (৩২), আজিজুল হক (৬০) এবং শিপন (২২)। তাদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালে ভর্তি আহতরা জানান, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত দুই সদস্য প্রার্থী তালা প্রতীকের আব্দুর রশীদ এবং ফুটবল প্রতীকের হুমায়ুন কবির শুকুরের সমর্থকরা একজোট হয়ে প্রিজাইডিং কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়।

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, রাবার বুলেটের আঘাতে আহত ছয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবরাই গুলি লেগেছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানান্ত করা হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আহত প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় হামলার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ