সূর্যের দেখা মিললেও দিনাজপুরে বেড়েছে শীত

ফানাম নিউজ
  ১৩ ডিসেম্বর ২০২১, ১১:২০

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। রোববার সকাল ৬টায় ১০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও সোমবার সকাল ৬টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ।

এদিকে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। ঘণ্টায় গতিবেগ ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে বিকাল থেকে আবারও তাপমাত্রা কমতে পারে।

রহিম নামে এক শ্রমিক জানান, আমি গরিব বয়স্ক মানুষ। সংসারে ৫ সদস্য। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সেই জন্য শীতের মধ্যেও কষ্ট করে কাজে বের হয়েছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরে ১২ ডিগ্রি তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সূত্র: যুগান্তর