কবুতর ও পোষা প্রাণীর বাজার এখন কুমিল্লায়

ফানাম নিউজ
  ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

রঙ-বেরঙের বিভিন্ন জাতের কবুতর ও পোষা প্রাণী নিয়ে এক কিলোমিটার জায়গাজুড়ে দেশের বৃহত্তম কবুতরের হাঁট বসেছে। প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে চলে কেনাবেচা। এখানে যারা আসেন তাদের কেউ বিক্রেতা, আর কেউ ক্রেতা। সূত্র: আরটিভি

তবে, এই হাটে কবুতর দেখতেও আসেন অনেক দর্শনার্থী। ইজারা মুক্ত বাজার হওয়ায় জেলার বাইরে থেকেও আসেন ক্রেতা-বিক্রেতারা। খাজনা দেওয়া লাগেনা বলে খুশি মনে বাড়ি ফেরেন আগতরা।

বলরামপুরের কবুতরের হাট কুমিল্লার সবচেয়ে বড় কবুতর কেনাবেচার বাজার। এই হাটে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়। জেলা পেরিয়ে আশপাশের বিভিন্ন জেলা থেকে লোকজন কবুতর নিয়ে এই হাটে আসেন। এই বাজারে কিং, সিরাজী, জ্যাকপিন, বন, ঝর্ণা শাটিং, গিরীবাজ, জগা পিন, চন্দন এডেল, হেমলেট ও লাক্ষা জাতের কবুতর পাওয়া যায়।

বাজারটি জমে ওঠায় ওই এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কবুতরের স্থায়ী দোকান। যেগুলোতে বিক্রি হয় কবুতরের খাঁচা, খাবার, ঘরসহ বিভিন্ন সরঞ্জামাদি।

কবুতর পালনে আরও উৎসাহিত করতে প্রতিযোগীতা ও পুরস্কারের আয়োজন করে আসছে কুমিল্লা রেইসিং পিজন ক্লাব।