চট্টগ্রাম কারাগারে ৬৫০ বন্দি পেল করোনা টিকা

ফানাম নিউজ
  ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:০৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। সূত্র: আরটিভি

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রবীণ ৬৫০ জন বন্দি আসামিকে টিকা দেওয়া হয়।

চট্টগ্রাম কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আমাদের ৮০০ জন বন্দিকে টিকা দেওয়ার টার্গেট ছিল। কিন্তু আমরা ৬৫০ জন বন্দিকে দিতে পেরেছি। পর্যায়ক্রমে সব বন্দিকে টিকা দেওয়া হবে। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয কারাগারের আট হাজারের বেশি বন্দি রয়েছেন। করোনার টিকা দেওয়ার জন্য কারাগারের ভেতর দুটি কক্ষে ৮টি বুথ করা হয়েছে। বন্দিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

গত বছরের এপ্রিল থেকে করোনা সংক্রমণ এড়াতে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দীদের কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।