বক্তব্য দেওয়ার সময় চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

ফানাম নিউজ
  ০৮ ডিসেম্বর ২০২১, ২৩:৪৮

বক্তব্য দেওয়ার সময় নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইনুল হক চুনুকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। এ সময় জনতার হাতে আটক হয়েছে কলম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার অন্যতম আসামী শামসুল ইসলাম ও তার সহযোগী জাহিদুর রহমান ওরফে বাবলু।

বুধবার রাত সাড়ে ৮টায় কলম জগতপুর মোড়ে নির্বাচনী অফিসে প্রচারণাকালে এই হামলার ঘটনা ঘটে।

আটকরা হলেন- সিংড়া উপজেলার কলম ইউপির কালিনগর গ্রামের মৃত খান মোহাম্মদের ছেলে শামসুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের লুৎফর রহমান তারার ছেলে জাহিদুর রহমান ওরফে বাবলু।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইনুল হক চুনু কলম জগতপুর মোড়ে তার নির্বাচনী অফিসে বক্তব্য রাখছিলেন। এ সময় আটক সন্ত্রাসীরা মানকি টুপি পড়ে চেয়ারম্যান মইনুল হক চুনুকে অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে তারা জনতার হাতে আটক হয়। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে অস্ত্রসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চেয়ারম্যান মইনুল হক চুনুর বড় ভাই আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুকে ২০১৪ সালের ১৮ জানুয়ারি দিন-দুপুরে গুলি ও কুপিয়ে হত্যা করেছিল শামসুল ইসলাম।