শিরোনাম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ মো. বাবুল ওরফে বাবুল কামার (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব। সূত্র: আরটিভি
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ১নং হরনী ইউনিয়নের নবীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, বাবুল হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীনগর গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা (নম্বর-৬) রুজু করা হয়েছে।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রায়হানুল ইসলাম আসামি বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, দুটি এলজি, ১০টি ধারাল কিরিচ, ২০টি প্যারাস্যুট জব্দ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়রুল ইসলাম জানান, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে আসামিকে কারাগারে পাঠান বিচারক।