শিরোনাম
চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে দেশের যেসব শহরে সিটি সার্ভিস আছে সেখানেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
রোববার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তবে আন্তঃজেলা পর্যায়ে চলাচল করা গাড়িতে শিক্ষার্থীরা এ ধরনের সুবিধা পাবেন না বলেও জানান নায়েত উল্যাহ।
তিনি বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে রাজধানীর সিটি সার্ভিসে হাফ ভাড়া চালু করেছি। আজ (রোববার) চট্টগ্রামেও আমরা হাফ ভাড়া চালুর ঘোষণা দিচ্ছি। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মালিক সমিতির মহাসচিব বলেন, শুধু চট্টগ্রাম না, দেশের যেসব শহরে সিটি সার্ভিস রয়েছে, সেখানে হাফ ভাড়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা থাকবে। তবে শিক্ষার্থীদের ছুটি, সাধারণ ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিন এ সুবিধা কার্যকর থাকবে না। এছাড়া সিটি সার্ভিস ছাড়া বিভিন্ন এলাকায় চলাচল করা গাড়িতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না।