শিরোনাম
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে পুটিহারি মাঝাপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে র্যাব পাঁচজনকে আটক করেছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। সূত্র: আরটিভি
র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে। মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার মধ্যরাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ৫ জন হলেন– অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে র্যাবের মিডিয়া কমান্ডার কর্নেল খন্দকার আল ময়িন জানান, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শনিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের একটি বাড়ি র্যাব-১৩ সদস্যরা ঘিরে রাখেন।