শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় দলীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, সভায় সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দলের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সুপারিশ দুই একদিনের মধ্যেই জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
সভায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী মুন্টু, মুন্সি সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, এ্যাড.আজমী আরা পারভীন সান্তনা, সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, যুগ্মসম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দারসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আহসান হাবীব আম্বীয়ার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আ.লীগের নেতাকর্মীদের সর্ম্পকে কটূক্তির বিষয়ে সম্প্রতি তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে গত শনিবার রাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন আহসান হাবীব আম্বীয়া।
সূত্র: যুগান্তর